Updated: 21 Jan 2025, 04:00 PM IST
লেখক Ayan Das
প্রথমবার ট্রায়াল রান হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্ল্যানেড অংশে। মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে ট্রায়াল রান শুরু হয়। শিয়ালদা থেকে একটি মেট্রো রেক এসপ্ল্যানেডের উদ্দেশে রওনা দেয়। সকাল ১১ টা ৩১ মিনিটে পৌঁছায় এসপ্ল্যানেডে। অর্থাৎ ২.৬৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ১১ মিনিট লেগেছে। তবে আজ সবে প্রথম ট্রায়াল রান হল। ফলে একেবারে ধীরগতিতে মেট্রো চালানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রথম ট্রায়াল রানেই মিলেছে সাফল্য।