Updated: 24 Jul 2024, 07:57 PM IST
Sayani Rana
চা বাগান থেকে উদ্ধার লেপার্ড। ঘটনা কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের। সেখানে থেকে উদ্ধার হয় খাঁচাবন্দী লেপার্ড। এ বছর এই নিয়ে বাগানের একই সেকশন থেকে তিনটি লেপার্ড উদ্ধার করা হল।লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জের কর্মীরা। লেপার্ডটি উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি বাগানের শ্রমিকদের। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।