Updated: 02 Oct 2024, 03:36 PM IST
লেখক Ayan Das
মহালয়ায় রাজ্যের ঘাটে-ঘাটে তর্পণ করা হল। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যের ঘাটে-ঘাটে তর্পণ করলেন মানুষ। বৃষ্টি উপেক্ষা করে বাবুঘাট ও বাজা কদমতলা তর্পণ করতে প্রচুর মানুষ ভিড় করেন। একই ছবি ধরা পড়ে বেলুড়ের পালঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং শিবপুর ঘাটে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তর্পণ করেন সাধারণ মানুষ। তারইমধ্যে ‘জাস্টিস ফর আরজি কর’-র স্বরও শোনা গেল মহালয়ায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -