‘সেমি ডাক্তার’ তৈরি করতে চান মমতা, ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়ে ‘ভাবনার’ নির্দেশ Updated: 11 May 2023, 11:50 PM IST লেখক Ayan Das এবার কি ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা হতে চলেছে রাজ্যে? সেই বিষয়টা 'ভেবে' দেখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -