মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ওঠেন। বেলা ১২টা নাগাদ ঘাটালে নামেন। হেলিকপ্টার থেকেই ঘাটালের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরে ঘাটাল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণসামগ্রী বণ্টন করেন। নিজেই জলে নেমে যান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেখানেই দাঁড়িয়ে কিছু আলোচনা করতে দেখা যায়। জমা জলে নেমে আসেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। বিস্তারিত দেখুন সেই ভিডিয়ো -