Video: '১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে.. কেন্দ্রের সরকার কতদিন ছুটি দেয়?', বক্তা মমতা, আন্দোলন মঞ্চে শুভেন্দু
Updated: 06 Mar 2023, 09:52 PM ISTডিএ নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার দাবিতে চলছে কর্মীদের আন্দোলন। ডিএ ইস্যুতে সরকার পক্ষ-বিপক্ষ মন্তব্য পাল্টা মন্তব্যে সরব। এরই মাঝে সোমবার ডিএ নিয়ে আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে মুখ খোলেন। মুখ্যমন্ত্রী বলেন,' ৯৯ শতাংশ ও ৬ শতাংশ মিলিয়ে রাজ্যে ১০৫ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে।' মুখ্যমন্ত্রী এও বলেন যে,' কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো আলাদা রাজ্যের থেকে।' তিনি বলেন,' কেন্দ্রের সরকার কত দিন ছুটি দেয়?' তিনি বলেন,' আমরা দুর্গাপুজোয় দশ দিন ছুটি দিই। ছট পুজোয় ছুটি দিই।' এদিকে ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিকে, ডিএ ইস্যুতে কংগ্রেসের কৌস্তভ বাগচিকেও দেখা যায় আন্দোলন মঞ্চে। রবিবারই কংগ্রেসের এই আইনজীবী আন্দোলনকারীদের সঙ্গে একই মঞ্চে অবস্থান করেন। সব মিলিয়ে ডিএ আন্দোলন ঘিরে তেতে উঠেছে রাজ্য রাজনীতি।