বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > 'বাংলার জন্য মোদীর পা ছুঁতেও রাজি,' সংঘাতের মধ্যে বার্তা মমতার

'বাংলার জন্য মোদীর পা ছুঁতেও রাজি,' সংঘাতের মধ্যে বার্তা মমতার

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠকে যোগ দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তা নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মমতাকে আক্রমণ করছিলেন বিজেপি নেতারা। তা নিয়ে পালটা দিলেন মমতা। বলেন, ‘একতরফা তথ্য দিয়ে ওঁরা (কেন্দ্র) আমায় অপদস্থ করেছে। বাংলার জন্য আমি ওদের (মোদী) পা ছুঁতেও রাজি আছি। এই রাজনৈতিক দ্বৈরথ বন্ধ করুন।’ বিস্তারিত দেখুন