Video: 'এটা অ্যাডভান্টেজও বটে', কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে মমতা আরও যা বললেন
Updated: 01 Jun 2023, 08:42 PM IST২০২৩ সালের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এদিন যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতীদের এদিন রাজ্যের তরফে সম্মান জানান মুখ্যমন্ত্রী। এরপরই বক্তব্য রাখেন দিদি। সেখানে তিনি সাফ জানান, অর্থাভাবে কারোর পড়াশোনায় সমস্যা হবে না। এছাড়াও তিনি নয়া শিক্ষানীতি নিয়ে বক্তব্য রাখেন। দিদি বলেন, 'ইউজিসি থেকে একটা নিয়ম করেছে। এর একটা সুবিধা আছে..।' তিনি বলেন, 'পাস কোর্সে গ্র্যাজুয়েশন করবে, তাদের ৩ বছর লাগবে। কিন্তু অনার্স যাঁরা করবেন, তাঁদের ৪ বছর লাগবে'। মমতা বলেন, 'এর একটা অ্যাডভান্টেজও আছে'। মমতা বলেন,'অন্যান্য রাজ্যগুলি যদি করে... আর আমরা না করি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে পিছিয়ে পড়বে।' এছাড়াও দিনের অনুষ্ঠান থেকে গরমের ছুটির বিষয়েও মুখ খোলেন দিদি।