বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > Mamata Viral Video:ট্রেডমিলে হাঁটছেন মমতা, হাতে পুচকে কুকুর ছানা! দৃশ্যের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল

Mamata Viral Video:ট্রেডমিলে হাঁটছেন মমতা, হাতে পুচকে কুকুর ছানা! দৃশ্যের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে বিভিন্ন দলীয় ও প্রশাসনিক কর্মসূচিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সময় বের করে নেন ট্রেড মিলে হাঁটার জন্য। তিনি বহু সাক্ষাৎকারেই জানিয়েছেন যে, ট্রেডমিলে হাঁটার জন্য সময় তিনি বের করে নেন। এদিকে, রবিবার তাঁর ট্রেডমিলে হাঁটার একটি দৃশ্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে কুকুর ছানাকে নিয়ে ট্রেডমিলে হাঁটছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিয়ো শেয়ার করেছেন। আর শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল।