মানসিক ভারসাম্যহীন কিশোরীর দিন কাটছে কাঠের বাক্সে।... more
মানসিক ভারসাম্যহীন কিশোরীর দিন কাটছে কাঠের বাক্সে। এমনই ঘটনা ঘটেছে কোচবিহারে মাথাভাঙার বরাইবাড়িতে।পরিবারের দাবি, ছোটো থেকেই কিশোরীর হাত ও পা শীর্ণকায়। পরে কোমরও বেঁকে গিয়েছে।
কিশোরীর মা জানান, মেয়ে নিজে খেতে পারেন না। কাঠের ঘেরা একটি জায়গায় কিশোরীর দিন কাটে। খাঁচার মতো দেখতে বাক্সের তিনদিক ঘেরা। শুধু মাথার উপর খোলা।