Updated: 30 May 2024, 05:54 PM IST
Sayani Rana
বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, মহানন্দা জলে বিওডি মাত্রা ঠিকঠাক নেই। তাই এই জল পানের অযোগ্য। আর তারপর থেকে জলযন্ত্রণা শুরু হয়েছে শিলিগুড়ি জুড়ে। পুরনিগমের সরবরাহ করা জল পান করা নিষেধ। তাই কোথাও পানীয় জল কিনছেন সাধারণ মানুষ। আবার কোথাও লাইন দিয়ে পুরনিগমের পক্ষ থেকে দেওয়া পানীয় জলের পাউচ। ভিডিয়োয় দেখে নিন বিস্তারিত।