Rath Yatra 2021: গড়াল না মাহেশের রথের চাকা, ইস্কনে গাড়ি করে মাসির বাড়িতে জগন্নাথদেব
Updated: 12 Jul 2021, 06:00 PM ISTকরোনাভাইরাসের প্রভাব পড়ল রথযাত্রায়। জনসমাগম হল না। তবে আড়ম্বরের কোনও অভাব থাকল না। সোমবার করোনা বিধি মেনে কলকাতায় পালিত হচ্ছে ইস্কনের রথযাত্রা উৎসব। এবার ইস্কনের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। একইভাবে করোনার প্রভাবে এবার মাহেশের রথের দড়িতে টান পড়েনি। যে রথযাত্রা ৬২৫ বছরে পড়ল। জগন্নাথ, বলরাম,সুভদ্রা রথে চেপে এবার মাসির বাড়ি যাচ্ছেন না।