Updated: 06 Jul 2024, 09:14 PM IST
লেখক Ayan Das
হাওড়া মন্দিরতলার রথবাড়ির রথ খুব বিখ্যাত। রথযাত্রার বয়স ৩০০ বছরের। বাড়ির সদস্যরা জানান, রাখালকৃষ্ণ ও গোকুলকৃষ্ণ চট্টোপাধ্যায় মিলে সেই রথের প্রচলন করেন। তাঁদের বংশের কূলদেবতা নারায়ণ শিলা রথের দিনে রথে চড়েন। রথের আগেরদিন রথকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে হাত লাগান। পঞ্জিকা অনুযায়ী, সকাল থেকে পুরনো মন্দিরে পুজোর পরে সকলে রথের দড়ি ধরে টানেন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -