বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > দোলে সুন্দরবনে দেখা দিল বাঘমামা, নদী পেরিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার গেল অন্য জঙ্গলে

দোলে সুন্দরবনে দেখা দিল বাঘমামা, নদী পেরিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার গেল অন্য জঙ্গলে

দোলের দিন সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবনের ঝিলা রেঞ্জের চিলমারির জঙ্গলে একটি খাঁড়ি পেরিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যেতে দেখা যায়। পর্যটকরা জানিয়েছেন, প্রথমে বাঘটি চিলমারির জঙ্গলের একটি খাঁড়িতে বেশ কিছুক্ষণ বসেছিল। পরে খাঁড়ি পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -