Updated: 20 Jul 2024, 12:10 PM IST
লেখক Ayan Das
চোর-চোর’ স্লোগান শুনে জুতো দেখালেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গাড়ির উপরে দাঁড়িয়ে ‘তোর বাপ আমি *’ বললেন। পরে তৃণমূলকে আক্রমণ শানিয়ে বললেন, ‘নোংরা কালচার এদের।’ আর সেই পুরো ঘটনাটি ঘটেছে নদিয়ায়। শুক্রবার শুভেন্দুর গাড়ি দেখেই ‘জয় বাংলা’ স্লোগান তোলা হয়। যাঁরা স্লোগান তোলেন, তাঁদের কয়েকজনের হাতে তৃণমূলের পতাকা ছিল। তারপর বলতে থাকেন, ‘চোর, চোর, চোর, চোরটা…….।’ তারপর কী হল, বিস্তারিত দেখুন ভিডিয়োয় -