মমতা আসার আগে অডিটোডিয়ামের তোরণ ভাঙল, আহতরা ভরতি SSKM-এ Updated: 24 Jul 2024, 05:57 PM IST Sayani Rana ধনধান্য অডিটোরিয়ামের মহানায়ক উত্তম কুমারের স্মরণের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার তোরণ ভেঙে পড়ল। মুখ্যমন্ত্রী আসার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ২। আহতদের নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে।