গোসাবায় দেখা গেল বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসীরা, কোথায় গেল সে? Updated: 01 Jan 2022, 12:00 AM IST লেখক Ayan Das কুলতলির রেশ এখনও কাটেনি। তারইমধ্যে গোসাবায় দেখা গে... moreকুলতলির রেশ এখনও কাটেনি। তারইমধ্যে গোসাবায় দেখা গেল বাঘের পায়ের ছাপ। তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা।