বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > Madan Mitra Video: 'পুলিশের মধ্যে চর রয়েছে','CPM-BJP কে বাবা বলে ভাবলেও ওরা বাবা নয়'! বেলাগাম মদন

Madan Mitra Video: 'পুলিশের মধ্যে চর রয়েছে','CPM-BJP কে বাবা বলে ভাবলেও ওরা বাবা নয়'! বেলাগাম মদন

ফের একবার শিরোনামে মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র সদ্য পুলিশকে নিশানা করে এক মন্তব্য করেছেন। সিপিএম-বিজেপিকে খোঁচা দিয়ে এক মন্তব্যে তিনি এবার টার্গেটে রেখেছেন তৃণমূল প্রশাসনের পুলিশকে। সদ্য এক সভায় ব্যারাকপুর কমিশনারেটকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। তিনি বলেন,' পশ্চিমবঙ্গ পুলিশকে বলি আপনারা ভুলে যান যে তৃণমূল কংগ্রেস শাসকদল'। তাঁর দাবি,'পুলিশের মধ্যে চর রয়েছে'। মদন মিত্র বলেন,'ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই।' তৃণমূলের এই দাপুটে নেতা বলেন, 'সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়।'