Updated: 21 Jul 2024, 06:32 PM IST
Sayani Rana
আজ ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবস।গতকাল থেকেই রাজ্যের নানা প্রান্তের কর্মী-সমর্থকরা শহরে ভিড় জমাতে শুরু করেছিলেন। আজও তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। নদিয়ার চাকদহ থেকে একদল মহিলা তৃণমূল কর্মী বিভিন্ন সরকারি প্রকল্পের থার্মোকলের মডেল হাতে শিয়ালদায় উপস্থিত হন।তাঁদের সঙ্গে বজরংবলীর সাজে হাজির হন এক তৃণমূল কর্মী। সেখানে রামচন্দ্রকে নিয়ে চাকদহ পৌরসভার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য বার্তাও দেন। কী বললেন তিনি ? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।