বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > Video: দুই জাহাজের মুখোমুখি ধাক্কা হুগলি নদীতে! ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ

Video: দুই জাহাজের মুখোমুখি ধাক্কা হুগলি নদীতে! ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ

দুই জাহাজের মুখোমুখি ধাক্কা! আর তার জেরেই মাঝ নদীতে ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ। ঘটনাটি কুলপি থানা এলাকার পয়লা নম্বর এলাকায় ঘটেছে। যানা যায় ছাই বোঝাই জাহাজটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। আর তখনই উল্টো দিক থেকে আসে পণ্যবাহী একটি জাহাজ। দুই জাহাজের ধাক্কার ফলে ঘটে যায় বিপত্তি। আস্তে আস্তে জাহাজ হুগলি নদীতে ডুবতে থাকে। উদ্ধার করা হয় জাহাজের কর্মীদের। ডুবন্ত জাহাজের ৯ জনকে উদ্ধার করে কুলপি থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায়, সকালে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় ওই বিপত্তি ঘটে যায়।