Video: জন্মাল সন্তান, তবে শরীরে ৮ টি পা, ১ টি মাথা, ৩টি কান! ছাগলের এমন সন্তান ঘিরে চাঞ্চল্য
Updated: 17 Mar 2023, 11:00 PM ISTবাঁকুড়ার চক্-জামবেদিয়া গ্রামের কৃষ্ণপদ দাসের বাড়িতে রয়েছে একাধিক ছাগল। তবে সদ্য বাড়িতে দুটি ছাগল ছানার জন্ম হয়। তাদের মধ্যে দ্বিতীয়টির চেহারা দেখে সকলেই স্তম্ভিত। ছাগলের একটি দেহেই রয়েছে ৮ টি পা, ১ টি মাথা, ৩ টি কান। এছাড়াও দুটি শরীর একসঙ্গে জড়িয়ে রয়েছে বলে দেখা যায়। এমন এক ছোট্ট ছাগলের রূপ দেখতে পাড়াপড়শি ভিড় করতে থাকেন কৃষ্ণপদ দাসের বাড়িতে। তবে যাকে ঘিরে এই ভিড় ছিল, সে জন্মেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। দুই ছাগল ছানাই বর্তমানে মৃত।