Updated: 21 Jun 2024, 02:54 PM IST
লেখক Abhijit Chowdhury
দিঘায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগ দিবস পালন হয়। সেখানেই সাদা টি-শার্ট পরে যোগ চর্চা করতে দেখা গেল নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে।