Updated: 26 May 2023, 07:33 PM IST
লেখক Sritama Mitra
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকর পর জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের জয়েন্টের মেধা তালিকায় থাকা প্রথম ছয় জনই পশ্চিমবঙ্গের স্কুলের পড়ুয়া। জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় স্থানাধিকারী বাঁকুড়ার সারা মুখোপাধ্যায় জানালেন প্রতিক্রিয়া। জানালেন তিনি এই প্রস্তুতিতে কত ঘণ্টা পড়াশোনা করতেন। অন্যদিকে, দুর্গাপুরের অয়ন গোস্বামী হয়েছেন পঞ্চম। জানালেন তাঁর লক্ষ্যের কথা। জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম স্থান পেয়েছেন সাগ্নিক নন্দী। সাগ্নিক জানালেন কীভাবে তিনি পড়াশোনা করেছেন এই পরীক্ষার জন্য।