বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > Video: প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি! বাইসনের হামলায় নিমেষে প্রাণ গেল মহিলার

Video: প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি! বাইসনের হামলায় নিমেষে প্রাণ গেল মহিলার

বেড়িয়ে ছিলেন প্রাতঃভ্রমণে, বাইসনের হামলায় নিমেষে প্রাণ গেল মহিলার। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। ৫৫ বছরের নিলিমা হাজারীকে বাইসনের আক্রমণে আক্রান্ত হওয়ার পরই তাঁকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। উল্লেখ্য,উত্তরবঙ্গে পশুপ্রাণির হাতে এর আগেও বহুজনের মৃত্যু হয়েছে। গত মাসেই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয় হাতির হানায়। এরপর আজকের ঘটনা। জানা যায় প্রাতঃভ্রমণের সময় নিলিমা হাজারীকে বাইসনটি এসে সজোরে ধাক্কা মারে। তারপরই তিনি আহত হন। শেষে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।