বাংলা নিউজ > দেখতেই হবে > Bengaluru Flood Video:বাড়ির ড্রইংরুমে জল, বাইরে দেখা যাচ্ছে না রাস্তা! বেঙ্গালুরুতে উঠে আসছে মৃত্যু সংবাদ, করুণ ছবি

Bengaluru Flood Video:বাড়ির ড্রইংরুমে জল, বাইরে দেখা যাচ্ছে না রাস্তা! বেঙ্গালুরুতে উঠে আসছে মৃত্যু সংবাদ, করুণ ছবি

কোথাও বাড়ির ড্রইং রুমে ঢুকে গিয়েছে জল। কোথাও দেখা... more

কোথাও বাড়ির ড্রইং রুমে ঢুকে গিয়েছে জল। কোথাও দেখা যাচ্ছে না রাস্তা। এমনই সমস্ত ছবি উঠে আসছে বেঙ্গালুরুর বুক থেকে। সদা ব্যস্ত প্রযুক্তি নগরীর ট্রাফিকের সমস্যা জল যন্ত্রণায় বেড়ে গিয়েছে। তারই মধ্যে এক ২৩ বছরের তরুণীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যরও খবর উঠে আসছে বেঙ্গালুরু থেকে। বহু জায়গায় বারবার স্তব্ধ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। কোথাও পানীয় জলের পরিষেবা রয়েছে স্তব্ধ। এদিকে, পূর্বতন কংগ্রেস সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে কর্ণাটকের বর্তমাব বিজেপি সরকার।এরই মাঝে উত্তর ও দক্ষিণ কর্ণাটকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। গত ৪২ বছরে সবচেয়ে বেশি বর্ষণ কর্ণাটকে এই বছরই হয়েছে, বলে খবর।