বাংলা নিউজ > দেখতেই হবে > Video: জলমগ্ন বেঙ্গালুরুতে এবার জলকষ্ট! ২ কিলোমিটার পর্যন্ত ট্রাফিকে ভয়াবহ পরিস্থিতি

Video: জলমগ্ন বেঙ্গালুরুতে এবার জলকষ্ট! ২ কিলোমিটার পর্যন্ত ট্রাফিকে ভয়াবহ পরিস্থিতি

বেঙ্গালুরুর জলযন্ত্রণা কাটতেই চাইছে না। জানা গিয়েছে বেঙ্গালুরুর দুটি পাম্পিং স্টেশনে চলছে কাজ। বিভিন্ন জায়গা জলমগ্ন হওয়ার ফলে পাম্পিং স্টেশনেও পড়েছে প্রভাব। ফলে আগামী কয়েকদিন তার প্রভাব পড়বে বেঙ্গালুরুর পানীয় জল সরবরাহে। মালেশ্বরম, শেশাদ্রিপুরম, ইন্দিরানগর, সদাশিবনগর, কেঙ্গারি এলাকায় পানীয় জলের সরবরাহে পড়বে প্রভাব। এদিকে ২ কিলোমিটার পর্যন্ত ট্রাফিকে ভয়াবহ পরিস্থিতি প্রযুক্তিনগরীতে। ইতিমধ্যেই বেঙ্গালুরুর রাস্তায় দাঁড়ানো জলে নেমেছে আপৎকালীন নৌকা। বেশিরভাগ সংস্থা কর্মীদের ওয়ার্ক ফ্রম-মাধ্য়মে কাজ করার অনুমতি দিয়েছে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন।