G20 Video: এটা সত্যিই 'বিগ ডিল'! ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের অর্থনৈতিক করিডর প্রসঙ্গে উচ্ছ্বসিত বাইডেন
Updated: 09 Sep 2023, 11:14 PM ISTজি২০ শীর্ষ সম্মেলন ঘিরে শনিবার দিল্লিতে রাজকীয় বৈঠক আয়োজিত হয়। এদিকে, তারই মাঝে উঠে আসে এক বড় উদ্যোগের কথা। এবার ভারত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের অর্থনৈতিক করিডর তৈরি হতে চলেছে। এই উদ্যোগে অংশীদার আমেরিকাও। আর সেই জায়গা থেকে উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি সত্যিই বড় উদ্যোগ! বাইডেন বলেন, 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত... যা এই G 20 শীর্ষ সম্মেলনের কেন্দ্রবিন্দু...' ,'সেটিই বিভিন্নভাবে যে অংশিদারিত্ব নিয়ে কথা হচ্ছে, তারও ফোকাস।' তিনি বলেন, আগেও এই উদ্যোগকে সফল করতে তৎপরতা নেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক করিডরে বিনিয়োগ করতে অংশীদারদের সঙ্গে মিলে কাজ করবে আমেরিকা।