বিগ বস সিজন ১৩-র সৌজন্যে এখন গোটা দেশে চর্চার কেন... more
বিগ বস সিজন ১৩-র সৌজন্যে এখন গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে রশমি দেশাই। বৃহস্পতিবার অভিনেত্রীর জন্মদিন। তার আগে রশমির আগাম বার্থ ডে সেলিব্রেট করে নিল তাঁর পরিবার। রশমির মা বলেন, আমার মেয়ে খুব আত্মবিশ্বাসী এবং সাহসী। রশমি এই শো জেতার যোগ্য। আপতত বিগ বসে অন্তিত সপ্তাহ চলছে। সপ্তাহ শেষেই বিগ বসের গ্র্যান্ড ফিনালে।