বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'কাঁহাসে আয়ে হো?' শিলিগুড়িতে বিহারের পরীক্ষার্থীদের ওঠবস করিয়ে হেনস্থা, ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
Updated: 27 Sep 2024, 09:07 PM IST
Sritama Mitra
বিহারের দুই যুবককে বাংলার বুকে হেনস্থার অভিযোগ উঠেছে। সদ্য এই ঘটনা নিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সেই ভিডিয়ো শেয়ার করে প্রশ্ন তোলেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ঘরে দুই যুবক ছিলেন। তাঁদের ঘরে কয়েকজন ঢুকে নানান প্রশ্ন করতে থাকেন। চেঁচামিচি শুরু হয়। যুবকদের জিজ্ঞাসা করা হয়, 'কাহাঁসে আয়ে হো..।' তাঁরা জানান,তাঁরা বিহারের বাসিন্দা। তাঁরা জানান, পশ্চিমবঙ্গে তাঁরা পরীক্ষা দিতে এসেছেন। এরপর তাঁদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। চলে ওঠবস। এই গোটা ঘটনার ভিডিয়ো ঘিরে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ কী বললেন দেখা যাক।