Updated: 13 Jan 2022, 08:06 PM IST
লেখক Sritama Mitra
এই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বা... more
এই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখে মনে হতেই পারে কোনও ফিল্মের দৃশ্য দেখছেন। সবে মাত্র স্টার্ট দিয়েছে একটি বাস। উদ্দেশ্য ছিল ইউ-টার্ন নেওয়ার। গতি ছিল অল্পের দিকে। আর তার সামনে দিয়ে রকেট গতিতে বাইক নিয়ে বেরিয়ে যেতে দেখা গেল এক যুবককে। এমন বেপরোয়া বাইক চালিয়ে কার্যত নেটিজেনদের সমালোচনার মুখে এই বাইক আরোহী। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এক সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। বাস ও বাইকের মুখোমুখি আসার যে ফ্রেমটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তাতে বাইক আরোহীর মাথায় কোনও হেলমেট দেখা যাচ্ছে না। গোটা ঘটনা নিয়ে তোলপড়া সোশ্যাল মিডিয়া।