বাংলা নিউজ >
দেখতেই হবে >
Bipasha's Daughter: মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি
Updated: 11 Oct 2024, 10:56 PM IST
লেখক Priyanka Mukherjee
হাঁটি হাঁটি পা-এ বাবার হাত ধরে দুগগা ঠাকুর দেখতে পৌঁছেছিল দেবী। বিপাশা বসুর ২ বছরের কন্যে মা দুর্গার সামনে কখনও দুষ্টুমিতে মেতে উঠল, কখনও জমিয়ে পোজ দিল ক্যামেরার জন্য। লাল ঘাঘরা-চোলিতে সেজেছিল দেবী। তুঁতে রঙা ভারী সিল্কের শাড়িতে ঝলমল করলেন বিপাশা। দেবীকে আদরে ভরালেন কাজলের বোন তনিশাও।