বাংলা নিউজ > দেখতেই হবে > 'তারাদের দেশে' বাবাকে মেয়ের চিঠি, বন্ধুদের নাচ গানে জমল সতীশের জন্মবার্ষিকী, হাজির অনুপম-রানি

'তারাদের দেশে' বাবাকে মেয়ের চিঠি, বন্ধুদের নাচ গানে জমল সতীশের জন্মবার্ষিকী, হাজির অনুপম-রানি

১৩ এপ্রিল জন্মদিন ছিল প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের। আর তাঁর এই জন্মবার্ষিকী কোনও শোক পালন করে উদযাপন করা হয়নি। বরং নাচ, গান, স্মৃতিচারণায় কাটে এই বিশেষ দিন। মিউজিক্যাল সন্ধ্যার আয়োজন করেন অনুপম খের।