বাংলা নিউজ >
দেখতেই হবে >
Biswanath Basu: ‘অসংখ্য লোক শীতের পোশাক মুড়ি দিয়ে বসে...,’ পুরুলিয়ায় কী দেখে থমকে দাঁড়ালেন বিশ্বনাথ?
Updated: 06 Nov 2024, 07:45 PM IST
লেখক Ranita Goswami
Hindustan Times Bangla-র কে বিশ্বনাথ বসু জানান, ‘এই নাচকে বিলুপ্তপ্রায় কীভাবে বলি! পর্দা উন্মোচন করলে যেমন হয়না, (বিস্ময়সূচক গলায়) গতকাল (মঙ্গলবার) ঠিক তেমনই মনে হচ্ছিল। ওখানে একপ্রকার সাজো সাজো রব, সে কী পারফরম্যান্স দেখলাম কাল রাতে! এ জন্মে আর কোনওদিনও সেটা ভুলব না। আমি লন্ডনের অপেরা দেখেছি ৫ বার, মিউজিক্যাল শো দেখেছি, অনেক বড় বড় শো দেখেছি, তে এই জিনিস দেখিনি! কী বাচিকশিল্পীর অভিনয়! মনে হচ্ছিল লোকে কী যে বলে, বিশ্বনাথ অনেক রকম গলা করতে পারে! এখানে যে লব-কুশের গলা করছেন, সেই সীতা করছে, সেই ডাইনি করছে, সেই বাল্মিকী করছেন। সেকী গান, কান্না উফ! কী সিঙ্ক্রোনাইজেশন, হাতনড়া থেকে মুখ নাড়া, দুটো শরীর একসঙ্গে চলছে! অপূর্ব অপূর্ব…। আমরা প্রায় ২০ মিনিট থেকে আধ ঘণ্টা ওখানে ছিলাম। মুগ্ধ আমি।’।