Updated: 23 Aug 2022, 08:46 PM IST
লেখক Sritama Mitra
বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার বারাসত জেলাশাসক ... more
বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার বারাসত জেলাশাসক চত্বরে। বুধবার বিজেপির এই মিছিলে লাঠি চার্জ করে পুলিশ। বিজেপির ১২০০ কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। মিছিল রুখতে গেলেই শুরু হয় বিজেপি কর্মী ও পুলিশের ধস্তাধস্তি। এরপর চলে গ্রেফতারি। পরে জামিনে ছেড়ে দেওয়া হয় ধৃতদের। এদিকে তমলুকের জেলা শাসকের দপ্তর ঘেরাও করার লক্ষ্যে মিছিল শুরু হয় সিপিআইএমের। সুজন চক্রবর্তীর নেতৃত্বে চলে অভিযান। পুলিশের তরফ থেকে এই মিছিল রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। চলে জল কামান।