বাংলা নিউজ >
দেখতেই হবে >
Ananat Maharaj Viral Video: 'আমাকে মানেই না ওঁরা', বিজেপি নিয়ে ক্ষোভ-অভিমান সুর অনন্ত মহারাজের কণ্ঠে
Updated: 18 Jun 2024, 09:33 PM IST
Sritama Mitra
কোচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎকার ঘিরে বাংলার রাজনৈতিক আঙিনায় তুঙ্গে আলোচনা। মঙ্গলবার সকালে তৃণমূল নেত্রীর সঙ্গে তাঁর আলোচনা নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানে তিনি বলেন, ' আমি যে বিজেপির একজন মেম্বার আজ পর্যন্ত কোনও নেতা বলে নাই। সেন্ট্রাল টিম আসল.. তাঁরাও বলছে না... আমাকে মানেইনা ওঁরা।'