BJP Nabanna Aviyan Viral Video: জোর তর্কাতর্কি, ক্ষোভ! শুভেন্দু, রাহুল, লকেটকে নবান্ন অভিযানের আগেই তুলে নিয়ে গেল পুলিশ
Updated: 13 Sep 2022, 02:47 PM ISTবিজেপির নবান্ন অভিযানের মিছিল শুরুর আগেই শুভেন্দু, লকেট, রাহুলদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুর সামনে পুলিশের ব্যারিকেডে তাঁরা বাধা পান। তার আগে, পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়দের। শুরু হয় স্লোগান। এরপর পিটিএসের সামনে থেকে আটক করে প্রিজন ভ্যানে তাঁদের তুলে নেয় পুলিশ। ফলে তাঁদের সাঁতরাগাছি হয়ে নবান্ন যাওয়ার যে কর্মসূচি ছিল তা বাধাপ্রাপ্ত হয়।