BJP Nabanna Aviyan Video: বিজেপির নবান্ন অভিযানের আগে সুকান্ত-দিলীপরা কোন দিকে এগোলেন? কর্মীরা পৌঁছচ্ছেন কোনপথে ?
Updated: 13 Sep 2022, 02:44 PM ISTবিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে প্রস্তুতির ছবি। সকালেই হাওড়া স্টেশনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখা যায়। কলকাতায় আগত কর্মীদের উৎসাহ দিতে তিনি সেখানে পৌঁছন। এদিকে নিউটাউন থেকে সকাল সকাল গন্তব্যের পথে রওনা হন দিলীপ ঘোষ। অন্যদিকে, জেলা থেকে বিজেপি কর্মীদের আসা নিয়েও বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি দেখা যায়। নবান্ন অভিযান কর্মসূচিতে ত্রিবেণী থেকে নৌকায় করে বিজেপির কর্মীদের রওনা দিতে দেখা যায়। অন্যদিকে, ডানকুনি দিল্লী রোডের উপর পুলিশের হাতে বাঁধা পেলেন বিজেপি নেতা মন্ত্রীরা। বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদকদের পথ আটকায় পুলিশ। তাঁরা পায়ে হেঁটে নবান্ন পৌঁছনোর উদ্যোগ নেন।