বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: বাজানো হল থালা, চামচ, বাঁশি! বিধানসভায় তৃণমূলের পাল্টা বিক্ষোভে বিজেপি, উঠল 'চোর' স্লোগান
Updated: 30 Nov 2023, 05:40 PM IST
Sritama Mitra
তৃণমূলের ধরনার পাল্টা বিক্ষোভে নামল বিজেপি। বুধবারের পর বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবারও তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিধানসভা চত্বরে। স্লোগান পাল্টা স্লোগানের ছবি এদিনও ধরা পড়ে। শুভেন্দু অধিকারী সহ বিজেপির বহু বিধায়ক এদিন বিক্ষোভে শামিল হন। তাঁরা থালা, চামচ বাজিয়ে বিক্ষোভ দেখান। বাদ যায়নি বাঁশি। এদিন, বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের বিধায়করা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বেরিয়ে যেতে গিয়ে তা চোখে পড়ে শুভেন্দুর। পরে বিজেপি বিধায়কদের নিয়ে তিনি পাল্টা বিক্ষোভ দেখান।