বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: '২৪-র আগে রাজস্থান, ছত্তিশগড়ে দুর্গ দখল বিজেপির, MP তে 'ক্লিন সুইপ', উৎসবে পদ্ম-শিবির
Updated: 03 Dec 2023, 03:33 PM IST
Sritama Mitra
শিয়রে ২০২৪ লোকসভা ভোট। তার আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলাঙ্গানায় ভোটপর্ব ছিল রাজনীতির ফোকাসে। এই বিধানসভাগুলির ভোট কার্যত লোকসভা ভোটের আগে শক্তি পরীক্ষার লড়াই ছিল। এদিকে, ভোটের ফলাফলের দিনে মধ্যপ্রদেশে সকাল থেকেই উৎসব বিজেপি শিবিরের। শিবরাজ সিং চৌহানের কাছে আসতে থাকে শুভেচ্ছা বার্তা। উৎসবের মেজাজে ধরা দেন জ্যোতিরাদিত্য থেকে অশ্বিনী বৈষ্ণবরা। এদিকে, রাজস্থানে বিজেপি কর্মীদের উল্লাসের ছবি ধরা পড়ে ক্যামেরায়। সেখানে কংগ্রেসের দুর্গে কার্যত ধাক্কা দিয়ে বিজেপি দখল করেছে কুর্সি। এদিকে ছত্তিশগড় নিয়ে সকাল থেকেই আশাবাদী ছিল বিজেপি। বিজেপির সম্ভাব্য জয় নিয়ে আশাবাদী ছিলেন দলীয় নেতা রমন সিংও।