বাংলা নিউজ > দেখতেই হবে > 'লজ্জাজনক' করমণ্ডল দুর্ঘটনার পর দুঃখপ্রকাশ বিবেক-সলমন-করিনাদের, কোন তথ্য দিলেন স্বস্তিকা?

'লজ্জাজনক' করমণ্ডল দুর্ঘটনার পর দুঃখপ্রকাশ বিবেক-সলমন-করিনাদের, কোন তথ্য দিলেন স্বস্তিকা?

করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি কোচ লাইনচ্যুত হয়ে যায় শুক্রবার সন্ধ্যায়। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ট্রেনের। সেসময় পাশ দিয়ে যাচ্ছিল বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেটির সঙ্গেও ধাক্কা লেগে যায়। শনিবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে, আহতর সংখ্যা প্রায় ১০০০। এই দুর্ঘটনার পর একদিক বলি টলি তারকা দুঃখপ্রকাশ করেছেন।