Durga Puja Video: দুর্গম পাহাড়,জঙ্গলে ঘেরা রাজাহেঁসলা গ্রামের রাজবাড়ির এই দুর্গাপুজোর নেপথ্যে কোন ইতিহাস?
Updated: 21 Sep 2022, 01:53 PM ISTপুজোর দিনে শহরের ব্যস্ততম রাস্তা থেকে বহু ক্রোশ দূরে কোথাও যেতে চান? তাহলে পুরুলিয়ার রাজাহেঁসলা গ্রামের রাজবাড়ির পুজো মিস করবেন না! পুরুলিয়ার ঝালদার অন্তর্গত রাজাহেঁসলা। সেখানে রয়েছে ১২০০ বছরের পুরনো এই পুজো। রাজস্থান থেকে এক হিন্দু রাজপুত রাজার হাত ধরে পুরুলিয়ায় এই পুজো শুরু হয়। রাজা দ্বিগ্বিজয় প্রতাপ সিংহ দেও এককালে পুরুলিয়া এসে গা ঢাকা দিয়েছিলেন। মোঘল সাম্রাটের তীক্ষ্ণ নজর থেকে বাঁচতেই এই উপায়। এরপর তাঁর রাজত্ব বিস্তার লাভ করে। দুর্গম পাহাড়, জঙ্গলে ঘেরা এই এলাকার রাজবাড়িটিতে রয়েছে অপরূপ ঠাকুর দালান। এখানে মাতৃমূর্তিতে ছৌ নৃত্যের মুখোশের অনুকরণ খুঁজে পাওয়া যায়। পুজোর দিনে এখানে ঢল নামে বহু ভক্তের। বৈদিক রীতি মেনে চলে পুজো।