বাংলা নিউজ >
দেখতেই হবে >
'রবিন্স কিচেন'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চাঁদের হাট! নতুন ছবি নিয়ে কী বললেন বনি-প্রিয়াঙ্কা?
Updated: 10 Jul 2024, 04:55 PM IST
Sayani Rana
এবার বড়পর্দায় বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকার একসঙ্গে। বাপ্পার পরিচালনায় আসছে তাঁদের নতুন ছবি 'রবিন্স কিচেন'। রোম্যান্টিক ডার্ক থ্রিলারের আদলে তৈরি এই সিনেমা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব চক্রবর্তী। 'পাণ্ডে মোশন পিকচার্স'-এর ব্যানারে মুকেশ পাণ্ডে প্রযোজিত এই ছবি ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার, পরিচালক বাপ্পা-সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। 'রবিন্স কিচেন' নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা, বনি ও বাপ্পা ? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।