HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > দেখতেই হবে > 'বাবা মদ্যপ, আমার পড়ার খরচও কেড়ে নেয়', মুখ্যমন্ত্রীর কাছে নালিশ ছোট্ট পড়ুয়ার

'বাবা মদ্যপ, আমার পড়ার খরচও কেড়ে নেয়', মুখ্যমন্ত্রীর কাছে নালিশ ছোট্ট পড়ুয়ার

সোনু কুমার ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বয়সে ছোট হলেও, মনের কষ্টের কথা সোজাসাপ্টা বলতে সে ভয় পায় না। সদ্য নালন্দা সফরে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়েই সোজা ভাষায় নিজের দাবি জানায় সোনু। সাফ জানায়, তার বাবা মদ্যপ। সোনুর পড়ার জন্য খরচও কেড়ে নেয় তার বাবা। এদিকে মদ্যপান বিরোধী অভিযানে অটুট থাকা মুখ্যমন্ত্রী নীতীশ এমন অভিযোগ শুনতে থাকেন মন দিয়ে। সোনু জানায়, তার পড়াশোনায় যাদি মুখ্যমন্ত্রী খানিকটা সাহায্য করে দেন , তাহলে খুবই ভাল হয়। সমস্ত শুনে ছোট্ট শিশুকে আশ্বাস দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

আরও ভিডিও