জলযন্ত্রণার করুণ দৃশ্য! নর্দমায় পড়ে গিয়ে হেলে গেল যাত্রীবোঝাই বাস Updated: 23 Sep 2021, 10:21 PM IST Abhijit Chowdhury এদিন হাওড়ায় জমা জলে আটকে পড়ে নর্দমায় পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনি বাস। বিপজ্জনকভাবে নর্দমার দিকে হেলে যায় সেটি। কোনওমতে প্রাণ হাতে নিয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রী। দেখুন ভিডিয়ো -