বাংলা নিউজ > দেখতেই হবে > Bus washed away: জলের তোড়ে ভেসে গেল স্কুলবাস! বর্ষায় ভয়াবহ দৃশ্য এই চম্পাওয়াতে

Bus washed away: জলের তোড়ে ভেসে গেল স্কুলবাস! বর্ষায় ভয়াবহ দৃশ্য এই চম্পাওয়াতে

এই দৃশ্য উত্তরাখণ্ডের চম্পাওয়াতের। ভিডিয়োয় দেখা যা... more

এই দৃশ্য উত্তরাখণ্ডের চম্পাওয়াতের। ভিডিয়োয় দেখা যাচ্ছে স্কুলবাসটি রাস্তা ধরে এগিয়ে আসছে। তবে সামনেই দেখা যায় প্রবল স্রোতে বয়ে যাচ্ছে জল। মূলত গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে প্রবল বর্ষণ শুরু হয়েছে। কিওরা নালার কাছে এই দৃশ্য দেখা যায়। দেখা যাচ্ছে বাসটি খানিকটা ইতস্তত করছিল এগিয়ে আসার আগে। কারণ সামনেই ছিল স্রোতে বয়ে চলা জল। তারপরও এগোতে চেষ্টা করে স্কুলবাসটি। তখনই ঘটে যায় বিপত্তি। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।