বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন', রাজ্য নির্বাচন কমিশনারকে ভর্ৎসনা বিচারপতির
Updated: 21 Jun 2023, 11:23 PM IST
লেখক Sritama Mitra
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী নেতারা। আগেই পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি করে কলকাতা হাইকোর্টে ওঠে মামলা। সেই মামলায় আপাতত স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলে হাইকোর্ট। সময়সীমা নিয়েও ছিল নির্দেশ। সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী কম সংখ্যক আনা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি মোতায়েন নিয়ে নির্দিষ্ট সময়সীমা মানা হয়নি বলেও অভিযোগ ওঠে আদালত অবমাননার। এই মামলার শুনানিতে রাজ্য় নির্বাচন কমিশনারকে ভর্ৎসনা করেন বিচারপতি। বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, 'বলতে বাধ্য হচ্ছি...',' আদালতের নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন'। হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, 'সেই জায়গায় নতুন কমিশনার নিয়োগ করবে রাজ্যপাল।'