বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ১৫০ বছর পার করেও কলকাতার ট্রামের জয় 'যাত্রা' অব্যাহত!পালন হল জন্মদিন

Video: ১৫০ বছর পার করেও কলকাতার ট্রামের জয় 'যাত্রা' অব্যাহত!পালন হল জন্মদিন

কলকাতার ট্রাম মানে কি শুধুই ইতিহাস? না! তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু নস্টালজিয়া। শহরের বুক চিড়ে ধীর গতিতে চলমান এই যানে চড়তেই অনেক সময়ই শহরের 'ব্যস্ততা'র টের পাওয়া যায়। তাই ট্রাম-বিলাসী মানুষের যেমন অভাব নেই শহরে, তেমনই রয়েছেন ট্রাম প্রেমীরা। সদ্য কলকাতার ট্রাম পার করেছে ১৫০ বছর। শুক্রবার উদযাপন হয় সেই জন্মদিনের পর্ব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কলকাতার ট্রামের যাত্রা শুরু হয়েছিল ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি। আর ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি তার দেড়শো বছরের পূর্তি উদযাপিত হল। একটা সময় ঘোড়ায় টানা ট্রাম চলত শহরে। তারপর তাতে ইঞ্জিন জুড়ে দেওয়া হয়। ২০১৩ সালে কলকাতায় আসে এসি ট্রাম। ২০১৭ সাল পর্যন্ত শহরে ২৫ টি রুটে ট্রাম চলত। তবে বর্তমানে দুটি রুটে চলে। ট্রামের এই পথ চলা যাতে কোনও দিনও কলকাতায় না থামে তার চেষ্টায় প্রশাসন।