রাজনীতির প্যাঁচ থেকে দূরে সরে নিজের বন্ধুদের সঙ্গে... more
রাজনীতির প্যাঁচ থেকে দূরে সরে নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটালেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং। ১৯৪৭ সালের NDA ব্যাচের সহপাঠীদের সঙ্গে 'রিইউনিয়ন'-এ যোগ দিয়ে ব্যাচমেটদের শোনালেন গান। ক্যাপ্টেনের সেই গানের ভিডিয়ো ভাইরাল হয় সম্প্রতি।