Updated: 02 Aug 2022, 06:11 PM IST
লেখক Sritama Mitra
এই ছবি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের। সেখানে... more
এই ছবি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের। সেখানে 'গো ফার্স্ট' এয়ারলাইন্সের লোগো লাগানো একটি চারচাকা গাড়িকে ঘিরে বিপত্তি হয়। দেখা যায়, দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানের 'নোজ' এলাকার নিচে ওই গাড়িটি চলে যায়। আচমকা কিভাবে বিধি ভেঙে এই গাড়ি সেখানে ঢুকে পড়ল, তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। অল্পের জন্য এই ঘটনায় দুর্ঘটনার হাত থেকে মিলেছে রেহাই। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ২ তে এই ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে যায়। আপাতত জানা যাচ্ছে, চারচাকা গাড়ির 'ভুলবশত' এই ঘটনা ঘটে যায়।