Video: পাতিপুকুরে জলমগ্ন রাস্তায় ডুবল গাড়ি, প্রত্যক্ষদর্শী যা বললেন...
Updated: 05 Sep 2023, 11:54 PM ISTঅঝোর বৃষ্টিতে দক্ষিণ দমদম পুরসভার পাতিপুকুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এদিকে, এসকে দেব রোড নতুন পল্লী পাতিপুকুর আন্ডার পাসে জল জমতে জমতে তা কোমর সমান হয়ে যায়। সোমবার রাতের অঝোর বর্ষণের ফলে ওই জলে ডুবে যায় আস্ত একটি চারচাকা গাড়ি। পরে তাকে উদ্ধার করা হয়। কেমন ছিল পরিস্থিতি? জানালেন প্রত্যক্ষদর্শী।